September 20, 2024
সারাদেশ

পীরগঞ্জে ফসলের সাথে শত্রুতা।। থানায় অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়আলমপুর ইউনিয়নে বেগুন, পটল ও রোপা আমন ধানের চারা উপরে ফেলে ফসল ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী ১ কৃষক। অভিযোগ সূত্রে জানাগেছে, পাশর্^বর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন। পীরগঞ্জ উপজেলার করতোয়া নদী ঘেষা ধর্মদাসপুর মৌজায় ১৩৫নং এস এ খতিয়ান ভূক্ত সাবেক ১২০৮ দাগে ভোগ দখলীয় জমিতে শান্তিপূর্ণ ভাবে চাষাবাদ করিয়া আসিতেছিলো। গত শনিবার গভীর রাতে প্রতিপক্ষ পীরগঞ্জ উপজেলার তাঁতারপুর গ্রামের বাসিন্দা আনছার আলী ও তার লোকজন নিয়ে জমি দখলের উদ্দেশ্যে প্রায় ৩ বিঘা জমির উঠতি ফসল বেগুন, পটল ও রোপা আমন ধানের চারা কেটে, ছেটে ও উপরে ফেলে দেয়। এতে প্রায় ৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় ৫ জনের নামে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন আলতাফ হোসেন। তারা হলো পীরগঞ্জ উপজেলার বড়আলমপুর ইউপির তাতারপুর গ্রামের মৃত. আমা নত আলীর ছেলে আনছার আলী (৫০) একই গ্রামের মৃত. নবাব উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৪০) মৃত. আব্দুর রহমানের ২ ছেলে মোন্নাফ আলী (৪৫) ও দুদু মিয়া (৪২) অপর জন হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের মৃত. মহির উদ্দিনের ছেলে রমজান আলী (৫২)। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এ এস আই আলমগীর বলেন- আমি ঘটনাস্থলে গিয়েছিলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments