সারাদেশ

ঝরনা দেখে ফেরার পথে লাশ হলেন ওরা

ঝরনা দেখে মাইক্রোবাসে ফিরছিলেন বাড়ি। কিন্তু পথেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় একটি ট্রেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসের ১১ যাত্রী। আহত হন আরো পাঁচজন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খৈয়াছড়া ঝরনা দেখে ফিরছিলেন মাইক্রোবাসের আরোহীরা। মীরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে তাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন আরো পাঁচজন। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।স্থানীয়রা জানায়, মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় মহানগর প্রভাতী ট্রেনটি।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, মহানগর প্রভাতী ট্রেনটি বড়তাকিয়া অতিক্রম করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাস। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেভেলক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাস লাইনে উঠলে দুর্ঘটনাটি ঘটে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments