সারাদেশ
রংপুর বিভাগের নব-নিযুক্ত কমিশনারের পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত

পীরগঞ্জ (রংপুর): বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন রংপুর বিভাগের নব-নিযুক্ত কমিশনার সাবিরুল ইসলাম। শনিবার (৩০ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুরস্থ পারিবারিক কবর স্থানে ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত করেন।
তিনি শানেরহাট ইউনিয়নের পালানুশাহাপুর গুচ্ছগ্রাম পরির্দশন করেন ও বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন । শানেরহাট উচ্চ বিদ্যালয় ও শানেরহাট সরকারি প্রাথমিক পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারঃ) অধ্যাপক নুরুল আমীন রাজা, সাধারণ সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, সহকারি কমিশনার (ভূমি ) মীর আল কামাহ্ তমাল, শানেরহাট ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান, শানেরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাস্টার প্রমুখ।
Comments