February 25, 2024
রাজনীতি

রংপুরে বিদ্যুতে লোডশেডিংয়ের প্রতিবাদে ২১ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

রংপুর প্রতিনিধি॥
বিদ্যুতে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ২১ নং ওয়ার্ড বিএনপি।
গতকাল শনিবার বিকেলে নগরীর সালেক পাম্প এলাকা থেকে বিএনপি নেতা ও জেলা যুবদলের সহ-সভাপতি ফারুক আহমেদ-এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি নেতা শরীফ লাবুসহ ২১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বিদ্যুতে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে চাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিরও প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র ধ্বংসকারী, দুর্নীতিবাজ এবং ভোটার বিহীন অবৈধ সরকারের পদত্যাগ দাবি করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments