জাতীয়

বড় পুকুরিয়ায় কয়লা উত্তোলন ফের বন্ধ

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন ফের বন্ধ করে দেয়া হয়েছে। ৩ মাস কয়লা উত্তোলন বন্ধ থাকার পর ৩ দিন পুর্বে গত বৃহস্পতিবার (২৭ জুলাই) পুনরায় শুরু হয়। সেখানে আগে ও পরে মিলে প্রায় ৫৫০ বাংলাদেশী শ্রমিক খনির ভূ-গর্ভে কয়লা উত্তোলন কাজে যোগ দেয়। খনি সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার শীফট থেকে বাংলাদেশী শ্রমিকদের আর খনির ভূ-গর্ভে প্রবেশ করতে দেয়া হয়নি। আজ শনিবার (৩০ জুলাই) সকালে ৩২২জন শ্রমিককে খনি সংরক্ষিত এলাকা থেকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। বলা হয়েছে ইতোমধ্যে ৫০ শ্রমিকের করোনা টেষ্টে পজেটিভ এসেছে। সেই সাথে কিছু চিনা শ্রমিকেরও পজেটিভ পাওয়া গেছে। যে কারনে কয়লা উত্তোলন কাজ বন্ধ রেখে শ্রমিকদের ছুটি দিয়ে বাড়ী পাঠানো হয়। আর কিছু শ্রমিককে খনির ভিতরে নিদ্ধারিত স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কবে নাগাদ কয়লা উত্তোলন কাজ চালু করা হবে এ বিষয়ে তাৎখনিক নিশ্চিত হওয়া যায়নি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments