সারাদেশ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ইউনিয়ন পরিষদ দখলের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

জসীম উদ্দিন ইতি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় তালা ঝুলিয়ে হরিপুর ইউনিয়ন পরিষদ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে। জামাল উদ্দিন হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শনিবার (৩০ জুলাই) বিকেলে হরিপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদ ভবনের প্রতিটি রুমে তালা ঝুলানো। পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীরা বাহিরে অবস্থান করছে, ঘুড়ে যাচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। পরিষদ ভবনে তালা দেয়া থাকায় সকল প্রকার ইউপি সেবা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করছে চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার। হরিপুর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত সচিব মিজানুর রহমান বলেন, পরিষদে তালা দেয়া থাকায় আমরা বাইরে অবস্থান করছি। বিষয়টা দুঃখজনক। ইউপির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। দোষিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার বলেন, ত্রিশ বছরের এই পরিষদের জমি তারা নিজেদের বলে দাবি করছে। যদিও এই দাবির কোনো ভিত্তি নেই। আগেরদিন শুক্রবার সকালে শিক্ষক জামাল উদ্দিনের নেতৃত্বে কিছু লোকজন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়। স্কুলের পিয়ন নুরুল ইসলাম পরিষদ সহ আমাদের আরও আটটি দোকানে তালা দেন। হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিয়ন নুরুল ইসলাম বলেন, আমাকে প্রধান শিক্ষক আদেশ করেছে। তাই আমি তালা লাগিয়েছি।
তবে পরিষদে তালা লাগানোর আদেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, তারা অবৈধভাবে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিতে আছে। কিছু অন্যায়ের প্রতিরোধে অন্যায়ের আশ্রয় নিতে হয়। তাই আমি বেদখলে থাকা আটটি দোকানে তালা দিতে বলেছি। পরিষদে তালা দেয়ার নির্দেশ আমি দেইনি। হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বহি আক্তার শিখা বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ এসেছে। প্রধান শিক্ষককে আমি তালা খুলে দিতে বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান করা হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments