সারাদেশ

পৌরসভা ও বাস মালিক সমিতির পর এবার ঝিনাইদহ চেম্বারে প্রশাসক নিয়োগ

ঝিনাইদহ-
এবার স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন ঝিনাইদহ চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগের আদেশ জারি করেছে বানিজ্য মন্ত্রনালয়। রোববার (৩১ জুলাই) বানিজ্য সংগঠনের মহাপরিচালক মোঃ হাফিজুর রহমান তার দপ্তরের ২১৩ নং স্মারকে এই আদেশ জারি করেন। চিঠিতে ১২০ দিনের মধ্যে সুষ্ঠ নির্বাচন করে মন্ত্রনালয়কে জানাতে বলেছে। এর আগে ক্রিড়া সংস্থা, বাস মিনিবাস মালিক সমিতি, শিল্পকলা একাডেমিসহ একাধিক প্রতেষ্ঠানে প্রশাসক নিয়োগ বা অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজ চলছে। যে সব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ করা হচ্ছে তা জনসম্পৃক্ত। জনপ্রতিনিধি ছাড়া এ সব প্রতিষ্ঠান অচল। সাধারণ মানুষ আমলাদের চেয়ে জনপ্রতিনিধিদের কাছে তাদের দাবী পেশ করতে অভ্যস্ত। প্রশ্ন উঠেছে প্রশাসক নিয়োগের এই দায় কার? কেন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে ঘন ঘন প্রশাসক নিয়োগ হবে ? কেন সঠিক সময়ে নির্বাচন দেওয়া হয়নি ? চেয়ারে চেয়ারে যখন এতই মধু জড়িয়ে আছে তখন কেন জনকল্যানে নিবেদিত হয়নি আমাদের কর্মকান্ড!! ধিক এই ক্ষমতা! ধিক এই মানসিকতা!

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments