অপরাধ

পার্বতীপুরের পল্লীতে জমি-জমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
পার্বতীপুরের পল্লীতে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়নের মৃত ছাবের আলী সরকারের পুত্র মোঃ মহির উদ্দিন এর অভিযোগ সূত্রে জানা যায়, কালিকাপুর মৌজায় ৬৯৯ খতিয়ানে ৩৪৮৮নং দাগে ৪শতক জমির উপর বসত বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছে মহিউদ্দিন। গত ১৫/০৭/২০২২ ইং তারিখে সকাল সাড়ে ৮টার সময় প্রতিপক্ষ আফজাল হোসেন গংরা দলবদ্ধ হয়ে লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমার বসত বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এবং বাড়ির পূর্ব দিকের প্রাচীর এবং ঘর ভেঙ্গে ফেলে দরজার সঙ্গে ইটের প্রাচীর নির্মাণ করে। এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা মহিউদ্দিনের স্ত্রী মজিদা বেগম, মেয়ের উপর মারডাং করে জখম করে ফেলে শয়ন কক্ষে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণ সহ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। এ ব্যাপারে মহির উদ্দিন জানান, উক্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতিসাধন করবে মর্মে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছে। উক্ত বিবাদীদের বাধা নিষেধ করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ি মারডাং করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সেই মুহুর্তে আমি নিজেকে রক্ষার্থে আত্মচিৎকার কররে আশপাশের লোকজন এসে মোঃ গোলাম রব্বানী, পিতা- গোলাম আজম, বুলু, পিতা- মজিবর রহমান, উভয়ের সাং- কালিকাপুর, পার্বতীপুর দিনাজপুর সহ আরো অনেকে ঘটনাস্থলে আগাইয়া আসে আমাকে উদ্ধার করে ভ্যানযোগে আমাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে আমি সুস্থ হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি এবং দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটে একটি মামলা দায়ের করি। সুষ্ঠু এবং ন্যায় বিচারের আশায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments