সারাদেশ

পুলিশের গুলিতে নিহতের ঘটনায় গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের গায়েবানা জানাজা ও বিক্ষোভ

গাইবান্ধাঃ বিদ্যুতের লোডশেডিংসহ জনদুর্ভোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে গিয়ে ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় গাইবান্ধায় গায়েবী জানাযা নামাজ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রথমে গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, সাধারণ সম্পাদক শাহাজালাল সরকার খোকনসহ বিভিন্ন উপজেলার সভাপতি-সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশ গুলি বর্ষণ করলে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম নিহত হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিদ্যুতের লোডশেডিংসহ জনদুর্ভোগের বিষয়ে একটা সমাবেশের ওপর পুলিশ গুলি করে হত্যা করেছে। এটা একটা বড় ঘটনা। এরকম হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার হতে হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments