সারাদেশ

ভয়ে এলাকা ছাড়া রাণীশংকৈলবাসী

জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা তদন্তে গতকাল বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী (ভিএফ) নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের একটি তদন্ত দল।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীব, জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন, রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিত সাহা, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ও ঠাকুরগাঁও ডিএসবি ওসি-২ ইসমাইল হোসেনসহ আইনশৃঙ্খা রক্ষা বাহিনীর সদস্যরা।
এদিকে প্রিজাইডিং কর্মকর্তা খতিবুর রহমান সহ পুলিশের পৃথক ৩টি মামলা করায় গ্রেফতার আতঙ্কে রয়েছে এলাকাবাসী। স্থানীয় সালেহা বেগম বলেন, রাতে কোন মোটরসাইকেল কিংবা আটো বা মহেন্দ্র গাড়ির শব্দ শুনলেই মনে হচ্ছে এই বুঝি পুলিশ আসিল। তাছাড়া পুরুষরা তো ঘটনার পর থেকেই বাড়িতে থাকেন না। তাছাড়া এই মসজিদে আযানও কেউ দেন না।
এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মণ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরির্দশন করা হলো। প্রয়োজনে আরো তদন্ত করা হবে। ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসনের বরাবরে জমা দেওয়া হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments