সারাদেশ

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।  
মুজীব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা বারটায় শোভাযাত্রা, মোটরগাড়ি দুর্ঘটনা ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ, গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর কৌশল, দাহ্য পদার্থে আগুনের সূত্রপাত হলে তা নিয়ন্ত্রণের কৌশল, বাসাবাড়িতে অগ্নিকান্ড ঘটলে স্থানীয় ফায়ার সার্ভিসকে সংবাদ প্রদান, এবং আগুন নেভানোর কৌশল আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।পীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওর্য়াল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের আয়োজনে স্থানীয় ফায়ার সার্ভিস দিবসের কর্মসূচি বাস্তবায়ন করেন। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে দিবসের তাৎপর্য বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র আবু সালেহ তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম (এপি) ম্যানেজার ডায়মন্ড জেস্পার ঘার্গা ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা, শিক্ষা অফিসার রফিকুজ্জামান, সিনিয়র মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম ,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা, কবি ও সম্পাদক সুলতান আহমেদ সোনা, জাগো বাহে ডট কম চেয়ারম্যান আকতারুজ্জামান রানা, দুর্যোগ প্রস্তুতিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গনমাধ্যকর্মি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ,এবং কয়েক শত উৎসুক জনতা উপস্থিত থেকে মহড়া উপভোগ করেন ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments