মুক্তমত

শেখ কামালের ৭৩তম জন্মদিনে সারাদেশের প্রতিটি স্টেডিয়ামে আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্নদ্রষ্টা শেখ কামালের ভাস্কর্য/মূর‍্যাল/স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি-রংপুর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রঞ্জু'র

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিনে রংপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,সাবেক ছাত্রনেতা এরশাদুল হক রঞ্জু তার নিজস্ব ফেচবুক আইডি থেকে তাঁর সারাদেশের প্রতিটি স্টেডিয়ামের সম্মুখ ভাগে ভাস্কর্য/মূর‍্যাল/স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি করেন। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,সাবেক ছাত্রনেতা এরশাদুল হক রঞ্জু তার নিজস্ব ফেচবুক আইডি থেকে তাঁর সারাদেশের প্রতিটি স্টেডিয়ামের সম্মুখ ভাগে ভাস্কর্য/মূর‍্যাল/স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি করেন।আজ জেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ কামালের ৭৩ তম জন্মদিনে বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্দ্যেগে সারাদেশের ন্যায় রংপুরের মডেল মসজিদে জুম্মা নামাজের পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড.মোঃ রেজাউল করিম রাজু,সম্মানিত জেলা প্রশাসক আসিফ আহসান সহ জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্নদ্রষ্টা শেখ কামালের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের কথা তুলে ধরে বলেন--মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যে,বয়সের মধ্যে না- এই কথাটি শতভাগ প্রাসঙ্গিক দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শেখ কামালের ক্ষেত্রে।ক্ষণজন্মা এই বহুমুখী প্রতিভার অধিকারী বীরের বেশে দেশকে স্বাধীন করার পরপরই দেশের ক্রীড়াঙ্গনে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন,তেমন পরিবর্তন আনতে সক্ষম হয়নি অন্য আর কেউ।মাত্র ২৬ বছরেই অমর করে রেখে গেছেন নিজেকে।যুদ্ধবিদ্ধ্বস্ত সদ্য জন্ম নেওয়া একটি দেশের তরুণ আর ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যে মহান ক্রীড়া সংগঠক নিজেকে উজাড় করে দিয়েছিলেন,তাঁর আজ ৭৩ তম জন্মদিন।জন্মদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি ও তাঁর রুহের মাগফেরাত কামনা করছি,আল্লাহ যেন তাকে বেহেশত বাসী করেন,আমিন।

তিনি আরও বলেন-মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার ছোট ভাই শেখ কামাল শৈশব থেকে ফুটবল,ক্রিকেট,হকি,বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় উৎসাহী ছিলেন।শেখ কামাল স্বাধীনতার পর আবির্ভূত হন ক্রীড়া সংগঠক হিসেবে।তিনি উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন ও আধুনিক ফুটবলের অগ্রদূত আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা।মহান মুক্তিযুদ্ধ,ছাত্ররাজনীতি,সাংস্কৃতিক কর্মকাণ্ড,খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ-সর্বত্র ছিল তাঁর দীপ্ত উপস্থিতি।

বিশেষ করে রণাঙ্গণ থেকে ফিরে এসে দেশের ক্রীড়াঙ্গনে তাঁর নিবিড় সম্পৃক্ততা,আবাহনী ক্লাবকে আধুনিক ধাঁচে গড়ে তোলা,খেলাধুলোয় আবাহনীকে অন্য এক উচ্চমাত্রায় নিয়ে যাওয়া,ফুটবলে আধুনিকতার সংযোজন এসবই শেখ কামালকে আজও অন্যরকম এক মর্যাদায় অভিষিক্ত করে আছে।আর এ কারণেই ক্রীড়াঙ্গনের সাথে এ নামটি ভিন্নতরোভাবে উচ্চারিত হয়।তিনি রংপুরের যুব সমাজকে শেখ কামালের সংক্ষিপ্ত সময়ের যে জীবন আর্দশ অনুসরণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

সাবেক এই ছাত্রনেতা স্টাটাসের সবার শেষে তিনি ব্যক্তিগত মতামত দিয়ে উল্লেখ করেন (বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল যেহেতু বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনে স্বপ্নদ্রষ্টা,ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অসামান্য অবদানের প্রতি সম্মান,শ্রদ্ধা জানানোর জন্য দেশের প্রতিটি স্টেডিয়ামে সম্মুখভাগে ভাস্কর্য/মূর‍্যাল/স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানাচ্ছি।তাঁর জন্মদিন ও মৃত্যু বার্ষিকী সহ ক্রীড়াঙ্গনে বিভিন্ন আয়োজনে যেমন উদ্বোধন,ফাইনাল খেলা,বাহিরের দেশে বিভিন্ন খেলাধুলায় সাফল্য অর্জন করে দেশে এসেই খেলোয়াড় সহ ক্রীড়াঙ্গনের সাথে জড়িত সকলেই এসে শ্রদ্ধা জানাতে পারবেন।বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি।

জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments