সারাদেশ

মহেশপুরে মানবপাচার মামলায় ইউপি সদস্য আটক

ঝিনাইদহ-
মানবপাচার মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য তানভীর আহমেদ মিলনকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মহেশপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত তানভীর উজ্জলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে এবং নাটিমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। স্থানীয়রা জানান, তানভীর আহমেদ মিলনের দুবাই প্রবাসী বোন জোসনার সাথে যোগসাজসে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। কিছু মানুষকে দুবাই পাঠালেও কোন কাজ দিতে পারেনি। ফলে প্রবাসে মানবেতর জীবনযাপন করে সর্বশ হারিয়ে দেশে ফিরে আসে তারা। এভাবেই একাধিক মানুষের সাথে প্রতারণ করেন মিলন। গত ২আগস্ট প্রতারিত এক ব্যক্তি দেশে ফিরে মহেশপুর থানায় তানভীর আহম্মেদ মিলনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেন। নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার জানান, মানবপাচার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। স্থানীয় ভাবে তানভীর আহমেদ মিলনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, মানবপাচার মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments