সারাদেশ

চবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে ৮ আগস্ট ২০২২ সকাল ১০:৩০ টায় চবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অতঃপর মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে হল প্রাঙ্গনে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। বেলা ১১:০০ টায় উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে বঙ্গমাতার জীবন ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় 'ইতিহাসের সাহসী মানুষ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, অসাধারণ প্রতিভাধর এ মহিয়ষী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে একজন নিরব দক্ষ সংগঠক হিসেবে বাঙালির মুক্তির সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয়সম আসনে অধিষ্ঠিত করেছেন। বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে অসীম সাহস ও ত্যাগ স্বীকার করে ছায়ার মতো পাশে ছিলেন তিনি। জাতির পিতার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়ন করতে পেছন থেকে কাজ করেছেন এ বাঙালি নারী। মাননীয় উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধু, বাঙালি এবং বাংলাদেশ যেমন একইসূত্রে গাঁথা তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পরস্পর অবিচ্ছেদ্য নাম। অসাধারণ মেধা, প্রজ্ঞা এবং অসীম ধৈর্যশীল এ মহিয়ষী নারীর জীবন চরিত বাঙালি জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আলোচনা সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানমালায় চবি সিন্ডিকেট সদস্যবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হল সমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments