সারাদেশ

গাবতলী মডেল থানা পুকুরে পোনামাছ অবমুক্ত করলেন পুলিশ সুপার

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী মডেল থানা পুকুরে ৮ই আগষ্ট সোমবার পোনামাছ অবমুক্ত করণ এবং থানার ভিতরে পতিত জমিতে কৃষি উৎপাদনমুখী কার্যক্রম পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম-সেবা)। পরিদর্শন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশের কোন পতিত জমি ও পুকুর অনাবাদী থাকবে না। প্রত্যেক পুলিশ ইউনিটে পতিত কৃষি জমি ফাঁকা রাখা যাবে না। যেখানে পুকুর আছে সেখানে মৎস্য চাষ করতে হবে। সেই ধারাবাহিকতায় গাবতলী মডেল থানা ভিতরে পতিত জমিতে সবজি চাষ ও ফলমূলের বাগান করা হয়েছে। তিনি গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ ও সকল পুলিশ কর্মকর্তাদের কাজের প্রসংশা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কামরুজ্জামান, গাবতলী মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত) জামিরুল ইসলাম, এসআই হাফিজুর রহমান, আব্দুল খালেক, ফিরোজ মিয়া, ফজলুল হক, সুজল কুমার, আল-আমিন, জাহাঙ্গীর হোসেন, এএসআই আবু তৈয়ব, জাহাঙ্গীর আলম, জয়দেব, ইউসুফ আলী’সহ সকল পুলিশ সদস্যগণ প্রমূখ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments