বিশ্বযোগ
রাশিয়ার বিমান ঘাটিতে ভয়াবহ ক্ষতি

স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যাচ্ছে সাকি বিমান ঘাঁটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তুপ গত মঙ্গলবার রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সাকি বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, অস্ত্রের গুদামে হওয়া বিস্ফোরণ ছিল এটি। তবে বিমান ঘাঁটিতে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছিল সেটি জানায়নি রুশ কর্তৃপক্ষ।
স্যাটেলাইটের ছবিতে আরও দেখা গেছে বিমান ঘাঁটির রানওয়ে ঠিক আছে। কিন্তু রানওয়ের পাশে রাখা অন্তত আটটি বিমান ধ্বংস হয়েছে। প্রাপ্ত ছবি দেখে ধারণা করা হচ্ছে এটিতে টার্গেট করে হামলা চালানো হয়েছে। যদিও ইউক্রেন এমন হামলার দায় স্বীকার করেনি।যুক্তরাষ্ট্রভিত্তিক প্যানেট ল্যাবের তোলা এসব ছবিতে দেখা যাচ্ছে চারপাশে ধ্বংসস্তুপ ছড়িয়ে ছিটিয়ে আছে। আগুন লেগে আশপাশ জ্বলে গেছে।এই বিস্ফোরণে দুই ধরনের ফাইটার বিমান ধ্বংস হয়েছে। এরমধ্যে রয়েছে এসইউ-২৪এমএস বিমান।
সূত্র: বিবিসি
Comments