সারাদেশ

ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ-
ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদী গ্রামে বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঝাপান খেলার আয়োজন করে মহল্লাবাসি। এ সময় ঝাপান খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে আগত শিশু বৃদ্ধ,নারী-পুরুষসহ সব বয়সের মানুষ ভীড় করে। ঝাপান খেলাকে ঘিরে এ সময় সৃষ্টি হয় উৎসবের আমেজ। প্রায় অর্ধশতাধিক সাপ নিয়ে ৩টি সাপুড়ে দল অংশ নেয় এই ঝাপান খেলায়। সাপুড়ের গান ও নাচের তালে তালে সাপের নাচ দেখে মুগ্ধ হয় বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আগত দর্শক শ্রোতা। গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। ঝাপান খেলায় প্রথম বিজয়ী হয় জেলার শৈলকুপা উপজেলার চাঁনপুর এলাকার লিটন সাপুড়ে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments