সারাদেশ

পীরগঞ্জে বালুভর্তি ট্রাক চাপায় গৃহবধুর মৃত্যুর ঘটনায় ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে বালু ভর্তি ট্রাকে পিষ্ট হয়ে নূরজাহান নামের এক গৃহবধু নিহত হয়েছে। ওই ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এ সময় ট্রাক চালক রায়হানকে আটক করে জনতা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুণ নিভিয়ে ফেলে।  শুক্রবার উপজেলার পীরগঞ্জ-খালাশপীর সড়কের জাফরপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোনাইল থেকে বালুভর্তি ট্রাক মহাসড়কের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে প্রাত: ভ্রমনে বের হওয়া জাফরপাড়া পন্ডিতপাড়ার সাইফুল ইসলামের স্ত্রী নূরজাহান ট্রাকের নীচে চাপা পড়ে। ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হলে আশে পাশের লোকজন ছুটে এসে ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এতে ট্রাকটির ইঞ্জিনসহ সম্মুখভাগ পুড়ে যায়। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলাম ট্রাক চালক রায়হানের নামে মামলা রুজু করেন। ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলা রুজুর কথা জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments