সারাদেশ

তুরাগে বিস্ফোরণে দগ্ধ ৮জনের কেউ বেঁচে রইলেন না

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ  রাজধানীর তুরাগের রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়েও বাঁচতে পারলেন না দগ্ধ শাহীন মিয়া । । এ ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে ২৪ বছর বয়সী শাহীন মিয়াই বেঁচে ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জনই রিকশাচালক । শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানিয়েছেন, শাহীনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল । শাহীনের ভাতিজি তামান্না রহমান জানান, শাহীনের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। বাবার নাম হাসান মিয়া। তিনি তুরাগের রাজাবাড়ি এলাকায় থাকতেন । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত শেষে শাহীনের লাশ স্বজনেরা শনিবার সকালে নিয়ে গেছেন । ৬ আগস্ট দুপুরে এ বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে হাসপাতালে আনা হয়েছিল। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও আলমগীর হোসেন (২৩) মারা যান। পরদিন ৭ আগস্ট রাতে মারা যান মিজানুর রহমান (৩৫) নামের একজন। আর ৮ আগস্ট রাতে মারা যান মাসুম আলী (৩৫) ও আল আমিন (৩০)। মাজহারুল ইসলাম ভাঙারি দোকান ও পাশের রিকশার গ্যারেজের মালিক ছিলেন। মেয়াদোত্তীর্ণ জীবাণুনাশক বের করে বোতল খালি করার সময় এ বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। তবে ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তাঁরা ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments