সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কাচাঁ মরিচ ২৮০ শুকনো ৪৮০ টাকা কেজি

জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম ২৮০ টাকায় ঠেকেছে। এ ছাড়া শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৪৮০ টাকা কেজি দরে। বুধবার (১০ আগস্ট) ঠাকুরগাঁও শহরের বিভিন্ন বাজার ঘুরে এমন দৃশ্য দেখা যায়। মরিচের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা।
রকি নামের এক যুবক বলেন, ‘সবসময় ৫ থেকে ১০ টাকার মরিচ নিয়ে বাসায় যেতাম। এখন শুধু মরিচ কিনতেই খরচ হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। যা পুরো পরিবারের কাঁচাবাজারের বাজেট।’খুচরা ব্যবসায়ী শাহিন বলেন, ‘পাইকারি বেশি দামে কেনায় বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। ১০০ কেজির মরিচের বস্তা কিনতে ২২ থেকে ২৩ হাজার টাকার প্রয়োজন হয়। যা অনেক খুচরা ব্যবসায়ীর কাছেই থাকে না। দাম বাড়ায় বেশি বিপাকে পড়েছি আমরা।’ পাইকারি ব্যবসায়ী সোহেল বলেন, ‘আমদানি কম হওয়ায় মরিচের দাম বেড়েছে। যেদিন ভারত থেকে মরিচ এসেছিল সেদিন ২০ থেকে ৩০ টাকা দাম কমছিল।’ ঠাকুরগাঁও কাঁচামাল আরদের আরদদার মেহেদি হাসান হিরু বলেন, ‘অতিরিক্ত রোদের তাপের কারণে মরিচের ফুল ঝরে যাচ্ছে, এ কারণে ফলন আসছে না। আশা করি শিগগিরই মরিচের দাম কমে আসবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments