September 20, 2024
খেলা

এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণা

ডেস্কঃ বিতর্কের মধ্যে সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকালে রাজধানীর গুলশানে এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এর আগে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস। এবাদতকে এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে। দীর্ঘদিন পর ফেরানো হয়েছে সাব্বির রহমানকে।
এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments