September 20, 2024
সাহিত্য

তোরা কারা-আহসান হাবীব সুজন

বঙ্গবন্ধুর শেষ উচ্চারণ
তোরা কারা,
৩২ নম্বর থেকে টুঙ্গিপাড়া
কোথায় নেই রক্তের দাগ,
৩২ নম্বর থেকে বনানী
কোথায় নেই তাজা রক্ত,
যে পরিবারের ত্যাগের কারণে
আজ আমরা স্বাধীন দেশের মানুষ
তাদের সাথে বিশ্বাস ঘাতকতা,
যে মানচিত্র ও স্বাধীন পতাকার
জন্য বছরের পর বছর জীবন যৌবন
কারাগারে কাটালেন তার সাথে
বিশ্বাস ঘাতকতা,
কি দোষ ছিল শিশু রাসেলের
যার মাথাটা থেঁতলে দিতে হলো,
কি দোষ ছিল জাতির শ্রেষ্ঠ পরিবারের পুত্রবধুদের
যাদের হাতে মেহেদিটা শুকাতে দেয়া হলো না,
কি দোষ ছিল অহংকারহীন জীবনযাপনে
অভ্যস্ত বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের,
১৫ আগষ্টে জাতিকে যে
বিশ্বাস ঘাতকতার সীলমোহর দিয়েছিস,
তো কারা? কোথায় জন্ম তোদের?
ঘৃণ্য হত্যাকারী-নরকীট ছাড়া তোদের
আর কোন পরিচয় নেই ?

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments