জাতীয়

সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে

শারীরিক নানা জটিলতা দেখা দেওয়ায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
রোববার স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।অধিদফতর সূত্রে জানা গেছে, গত মাসের শেষের দিকে কিছুটা অসুস্থ হয়ে পড়েন সেব্রিনা ফ্লোরা। সম্প্রতি সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।গত দুইদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার এমআরসিপি করা হয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় রোববার বাদ জোহর স্বাস্থ্য অধিদফতরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments