অপরাধ

তুরাগে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর উপর কিশোর গ্যাংয়ের হামলা

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ  রাজধানী তুরাগে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন, একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক সাব্বির আহমেদ (২৯) ও তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ ইমন হোসেন শান্ত (২৪) । রবিবার (২১ আগষ্ট) রাত ৮টার দিকে তুরাগের ধউর উত্তরণের ভিতরের রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটে । আহত ইমন হোসেন শান্ত স্থানীয় শিপ ইন্টার ন্যাশনাল হাসপাতালে ভর্তি আছেন, তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ডাক্তার । আর সাব্বির আহম্মেদকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । ভুক্তভোগী সাংবাদিক সাব্বির আহমেদ জানান, রোববার রাত ৮টার দিকে তার ছোট ভাইকে সাথে নিয়ে ধউর উত্তরণ প্রজেক্টে হাঁটতে বের হন । এসময় উত্তরনের ভিতরে জেভিয়ার্স বিল্ডিংয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পান দুইজন মেয়ের পথ রোধ করে ইভটিজিং করতেছে কিশোর গ্যাংয়ের তিন সদস্য । তারা দুই ভাই ইভটিজিংয়ের প্রতিবাদ করে মেয়ে দুটিকে রক্ষা করতে এগিয়ে যান । এসময় কিশোর গ্যাংয়ের এই তিন সদস্য অপর সদস্যদের ফোন দিয়ে ঘটনাস্থলে ডেকে আনে । প্রায় ২০ থেকে ২৫ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র লাঠি-সোঠা নিয়ে তাদের উপর হামলা করে গুরুতর আহত করে পালিয়ে যায় । পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান । আহতদের গ্রামের বাড়ি বরগুনা জেলায় । বর্তমানে তারা ধউর খান মসজিদের পাসে ফরাজির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments