আইন-আদালত

বেশী দামে সার বিক্রির অভিযোগে কালীগঞ্জে ৪টি দোকানে জরিমানা

ঝিনাইদহ-
বেশী দামে সার বিক্রি করার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পর এবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নেমেছে। সোমবার বিকালে অধিদপ্তরটির অভিযানকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ৪ টি দোকানে অনিয়ম ধরা পড়ে। সে সময়ে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়াও একটি খাবার হোটেলেও ১ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক জানান, চলমান পরিস্থিতিতে অনেক অসাধু দোকান মালিক ও সার ব্যবসায়ী বেশী মুনাফার আশায় বেশী দামে সার বিক্রি করছে। এমন কিছু অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ শহরের থানা সংলগ্ন এলাকার সারের দোকানে অভিযান চালালে সত্যতা মেলে। এ সময় বেশ কিছু অপরাধে ৪ টি দোকান হতে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাদেরকে সতর্ক করা হয়। অভিযানকালে শহরের অস্বাস্থকর পরিবেশে খাবার বিক্রি করায় একটি হোটেলেও আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য,কালীগঞ্জের কৃষকদের অভিযোগ, শহরের নির্মল ভৌমিক কোন তোয়াক্কা না করে এখন আরও বেশি দামে সার ও কৃষি সামগ্রী বিক্রি করে আসছে। কাজেই তার বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়া হোক। চলমান আমন চাষে কৃষকদের প্রয়োজন মত সার পাওয়ার নিশ্চয়তায় অভিযান আরও জোরদার করা হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments