December 09, 2022
রাজনীতি

জাতির পিতার ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৪শে আগস্ট) দুপুর ১টায় তুরাগের নলভোগ ঈদগা মাঠ প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান । হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড আনিছুর রহমান, তুরাগ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর বীর- মুক্তিযোদ্ধা আলাহজ নাসির উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের কার্যকারী সদস্য মহিবুল হাসান, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এম ডি হালিম, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নূর হোসেন, তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ, তুরাগ থানা কৃষক লীগের সভাপতি এস এম রিপন, আওয়ামীলীগ নেতা মোস্তফা মাতাব্বর, ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান, মোঃ বিল্লাল সরকারসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আবুল হোসেন (সাবেক মেম্বার) । সভায় জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় । আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় । পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করেন ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments