সারাদেশ

রংপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে রংপরে নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন-সমাবেশ

কামরুন্নাহার খানম শিখাঃ বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার উদ্যোগে আজ ২৪ শে আগষ্ট বিকাল ৫টায় প্রেসক্লাব চত্তরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য আলো বেগমের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট কামরুন্নাহার খানম শিখা,সুবর্ণা বর্মন বন্যা।সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর জেলার আহ্বায়ক সাজু বাসফোর প্রমূখ। বক্তাগন বলেন ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিন কে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে।প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যু বরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়।শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারণ করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষনার দাবি জানান। সেই দাবি আজও অপুরিত। বক্তাগন অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ঘোষণার দাবী জানান।এবং ঘরে -বাইরে, গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর উপর যৌন ও সহিংস আক্রমণ বন্ধ সহ মাদক -জুয়া- পর্নোগ্রাফি, নাটক - সিনেমা - বিজ্ঞাপনে নারী কে পন্য হিসেবে উপস্থাপন, নারী-শিশু নির্যাতন -হত্যা ও মৌলবাদ -সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া উপজেলা পরিষদের পিয়ন নুরু- মুুক্তি প্রতারকদের গ্রেফতার - বিচারের দাবি জানান। সেই সাথে তেল,সার, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবীতে আগামীকালের হরতাল সফল করার আহবান জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments