রাজনীতি

রংপুরে বাম গণতান্ত্রিক জোটের হরতাল পালন

জ্বালানি তেল,ইউরিয়া সার,পরিবহণ ভাড়াবৃদ্ধি লোডশেডিং এবং ভোজ্যতেল,চাল,ডাল,আটা,ওষুধসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে সারাদেশে আজ ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার রংপুুরে সফলভাবে অর্ধদিবস (৬-১২টা) হরতাল পালিত হয়েছে। জোটের কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে জেলা বাম জোটের নেতারা আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের প্রধান সড়কে হরতাল সমর্থনে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে।মিছিলের সময় জোটের নেতৃবৃন্দ,দোকান মালিক ও অটো-রিক্সা চালকদের দোকানপাট,অটো-রিক্সা বন্ধ রাখতে অনুরোধ করেন। মিছিলটি নেতৃত্ব দেন,রংপুুর বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ জেলা আহবায়ক জননেতা কমরেড আব্দুল কুদ্দুস,বাসদ(মার্কসবাদী)জেলা আহবায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু,সিপিবি মহানগর সভাপতি সাজেদুল ইসলাম সাজু,বাসদ জেলা সদস্য-সচিব মমিনুল ইসলাম,বাসদ(মার্কসবাদী)সদস্য-সচিব আহসানুল আরেফিন তিতুসহ অন্যান্য নেতৃবৃন্দ। নগরের প্রধান সড়কের মোড়ে পিকেটিং শেষে কাচারি বাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জোটের নেতারা সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন বামজোট রংপুর জেলার সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে হরতালের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা,রংপুর হরতালের নির্ধারিত সময়ে যারা মিছিল-সমাবেশে অংশ নেয় ও রিক্সা-অটো,দোকানপাট বন্ধ রেখে এবং নানাভাবে সর্বাত্মক হরতাল সফলের সহযোগিতা করেছেন তাঁদের ধন্যবাদ জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments