সারাদেশ

পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯৮তম উপ-শাখা উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯৮তম উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রোববার উপজেলা সদরের জামান প্লাজায় ওই শাখার উদ্বোধন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে ও ব্যাঞ্চ ম্যানেজার পরেশ চন্দ্র রায়ের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ নূর মোহাম্মদ মন্ডল প্রধান অতিথি ছিলেন। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা, পূবালী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সাজিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, ব্যবসায়ি ফোরামের সভাপতি এনামুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল হাজী, সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার, জোনাল অফিস রংপুরের এজিএম আব্দুর রাজ্জাক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহসানুল হক, প্রিন্সিপাল অফিসার আজহার উল আলম, হেড অফ ব্যাঞ্চের এসপিও বদরুল ইসলাম বক্তৃতা করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments