জাতীয়

ডেপুটি স্পীকার হিসেবে শপথ নিলেন মোঃ শামসুল হক টুকু এমপি

ঢাকাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু এমপি-কে শপথ বাক্য পাঠ করান। একাদশ জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শামসুল হক টুকু বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হয়ে এ শপথ বাক্য পাঠ করেন। সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আজ রবিবার (২৮ আগস্ট ২০২২) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের ১ম বৈঠকে ডেপুটি স্পীকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু এমপি-র নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুল ইসলাম। পরে মাননীয় স্পীকার নিয়ম অনুযায়ী ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু এমপি-র নাম সংসদে ভোটে দেন। সেই প্রস্তাব সবর্সম্মতভাবে গৃহীত হলে মোঃ শামসুল হক টুকু এমপি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হন।
অতঃপর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে নবনির্বাচিত ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments