সারাদেশ

পীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সেমিনার অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশন (ভুমি) মীর মোহাম্মাদ আল কামাহ তমাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুলতান আহম্মেদ সোনা, পীরগঞ্জ থানার অফিসার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রফিক-উজ-জামান, আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিম, কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন প্রমুখ। সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য/সদস্যা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ঈমাম, শিক্ষক, গ্রামপুলিশহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments