জাতীয়
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন

ঢাকাঃ মঙ্গলবার সকালে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতি সৌধে পুষ্পাস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি।
এসময় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, কানিজ ফাতেমা আহমেদ, বাসন্তি চাকমা, ডেপুটি স্পীকারের নির্বাচনী এলাকা বেড়া উপজেলা পৌর মেয়র এস এম আসিফ শামস্ রঞ্জন, পাবনা আওয়ামীলীগ নেতাকর্মীসহ সাভার আওয়ামীলীগ, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
এরপর তিনি সাভারে সিআরপি হাসপাতালে চিকিৎসারত স্বাধীনতা উত্তর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, ডাকসু সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামাকে দেখতে যান। সেখানে তিনি তার কাছে কিছুক্ষণ অবস্থান করেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন।
Comments