আইন-আদালত

পীরগঞ্জে ইউ‌রিয়া সার মজুদ করায় জ‌রিমানা

পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধিঃ রংপুরের পীরগঞ্জে অবৈধ ভাবে ইউ‌রিয়া সার মজুদ ও বে‌শি দা‌মে বি‌ক্রির অ‌ভিযোগে ৩০ হাজার টাকা জ‌রিমানা তাৎক্ষ‌নিক উপ‌স্থিত কৃষকদের মাঝে নির্ধা‌রিত দ‌া‌মে সার বি‌ক্রি করেছে ভ্রাম‌্যমান আদালত। জানা‌গে‌ছে, বৃহস্প‌তিবার সকালে উপজেলার মি‌ঠিপুর ইউ‌পির মন্ডলের বাজার নামক স্থানে কৃ‌ত্রিম সংকট সৃ‌স্টি ও অ‌বৈধ ভাবে মজুদ করে বে‌শি দামে বি‌ক্রির উ‌দ্দ‌্যেশে মৃত. র‌বি মিয়ার দুই ছেলে আপেল মিয়া ও আ‌দিল মিয়ার বা‌ড়িতে ২'শ ৮৩ বস্তা ইউ‌রিয়া সার রাখে। এ সময় গে‌াপন সংবাদের ভি‌ত্তি‌তে উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তার নিদের্শে উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা রেজাউল ক‌রিম ‌সেখানে গিয়ে ঘটনার সত‌্যতা পেয়ে উপজেলা কৃ‌ষি কর্মকর্তা কৃ‌ষি‌বিদ সাদেকুজ্জামান সরকারকে অব‌হিত করেন। পরে কৃ‌ষি কর্মকর্তা ঘটনাস্থলে উপ‌স্থিত হন। পরবর্তীতে ভ্রাম‌্যমান আদালতের মাধ‌্যমে ৩০ হাজার টাকা জ‌রিমানা আদায় করে উপ‌স্থিত কৃষ‌দের মা‌ঝে সরকার নির্ধা‌রিত দা‌মে সার গু‌লো বি‌ক্রির নি‌র্দেশ প্রদান ক‌রেন। ভ্রাম‌্যমান আদালত প‌রিচলনা করেন উপজেলা সহকা‌রি ক‌মিশনার(ভূ‌ম‌ি) নির্বাহী ম‌্যা‌জি‌ষ্ট‌্যাট মীর আল কামাহ্ তমাল। এ সময় উপ‌স্থিত ছিলেন উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারন কর্মকর্তা না‌সিরুল ইসলাম র‌নিসহ ওই ইউ‌নিয়নের উপ-সহকা‌রি কৃ‌ষি কর্মকর্তাবৃন্দ। এ ব‌্যাপা‌রে উপজেলা কৃ‌ষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার সাংবা‌দিকের জানান, সার মজুদ করে বাজারে কৃ‌ত্রিম সংকট সৃ‌স্টিকারী সার ব‌্যবসায়ীদের বিরুদ্ধে অ‌ভিযান অব‌্যহত থাকবে। তি‌নি এ জন‌্য উপজেলাবাসী‌র সহযো‌গিতা কামনা করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments