December 09, 2022
সারাদেশ

ঝিনাইদহে “জয় বাংলা জয় শুভ সাধুসঙ্গ” শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ঝিনাইদহ-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জয় বাংলা জয় শুভ সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে র‌্যালী শেষে শহরের প্রেরণা ৭১ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের নেতারা। এর পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, সংগঠনের উপদেষ্টা মতলেব ফকির। অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে সাধুরা অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে জেলা বাউল সমিতি। উক্ত অনুষ্ঠানে “জয় বাংলা জয় শুভ সাধুসঙ্গ” এর সংগঠনের উপদেষ্টা মতলেব ফকির বলেন, ঝিনাইদহ জেলার সিনিয়র বাউল শিল্পী ও সাধুরা অত্যান্ত অবহেলিত ও নির্যাতিত। তাদের নেই কোন প্রকার আয়ের উৎস। তারা যেন সমাজের এক প্রকারের বোঝা হয়ে আছে। তিনি বলেন, আমি জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় শেখ হাসিনাকে প্রত্যান্ত অঞ্চলের অবহেলিত ও নির্যাতিত সিনিয়র বাউল শিল্পী ও সাধুদের পুনর্বাসনের জন্য জোর দাবী করছি। পরে আগত লালণ চর্চা ও গবেষনা ফাউন্ডেশন ও জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা প্রায় দু’শ বাউলদের মধ্যে খাবার বিতরণ করেন মতলেব ফকির। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments