সারাদেশ

পীরগঞ্জের মাঈন কানাডার ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাংগাঠনিক সম্পাদক

ডেস্কঃ পীরগঞ্জের পরশুরামপুর গ্রামের সরকার পরিবারে মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়া মাইনুর রহমান সরকার মাঈন আজ দেশের গন্ডি পেরিয়ে কানাডায় সক্রিয় রাজনীতিতে দ্রুতি ছড়াচ্ছে। পরশুরামপুর গ্রামের প্রয়াত মোজাম্মেল হক মন্টু সরকারের বড় পুত্র মাঈন সরকার। শৈশব কৈশোর পরশুরামপুর গ্রামে কেটেছে মাঈনের। রায়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, রংপুর ক্যান্ট পাবলিক থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীলীগের সক্রিয় রাজনীতিতে দুদান্ত প্রতাপের সাথে কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছিলেন। হয়েছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী। রাজনীতি যার মজ্জায় মস্তিস্কের নিউরণে সে কি পারে রাজনীতি থেকে দুরে থাকতে তাইতো কানাডায় উচ্চ শিক্ষার জন্য গিয়ে সেখানেও রাজনীতিতে জড়িয়ে যায় মাঈন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিজ নির্বাচনী জেলা Papineau Riding এর ক্ষমতাসীন লিবারেল পার্টির সাংগঠনিক সম্পাদক (Organization Chair) পদে পরবর্তী দুই (০২) বছরের জন্য বাংলাদেশের মাইনুর রহমান সরকার ২য় বারের মতো পুনঃনির্বাচিত হয়েছেন। গত ২৯ আগস্ট, ২০২২ তারিখে প্রধানমন্ত্রী Justin Trudeau এই বার্ষিক সাধারণ সভার শুভ উদ্ভোধন করেন (Zoom Meeting এর মাধ্যমে) এবং নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উল্লেখ্য যে, লিবারেল পার্টিতে অসাধারণ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী নিজ মুখে মাইনুরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। বর্তমানে মাইনুর রহমান Quebec প্রদেশের একটি স্বনামধন্য University তে Business Administration বিভাগে শিক্ষকতা করছেন। তিনি দেশবাসীসহ সকলের দোয়াপ্রার্থী।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments