সারাদেশ

কোটচাঁদপুরে বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারী পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ঝিনাইদহ-
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী মঙ্গলবার ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারী পরিদর্শন করেন। তিনি হ্যাচারির পুকুর ও রেনু উৎপাদনের কারখানা ঘুরে গুরে দেখন। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, হ্যাচারী ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, মডেল থানার ওসি মঈন উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার এবং বলুহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার হ্যাচারির মধ্যে গড়ে তোলা চীন থেকে আমদানিকৃত সিলবার, ব্রিগ-হেড ও গ্রাসকার্র্পের রেণু ও ভিয়েতনামের পাঙ্গাশ, কালি বাউস, সুবর্ণ রুই মাছ ও ব্রুড মাছের বংশ বিস্তার পক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি এ সময় বলেন, দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও বৃদ্ধির লক্ষ্যে সরকার বাস্তব পদক্ষেপ নিয়েছে। সমৃদ্ধি অর্জনে রেণুর লক্ষ্যমাত্রা অর্জন ও রাজস্ব বৃদ্ধিতে বলুহর হ্যাচারী অগ্রগামী ভূমিকা রাখছে। এই সম্পদকে টিকিয়ে রাখা জেলাবাসির কর্তব্য। বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী শিং,মাগুর, কৈইসহ বিভিন্ন প্রজাতির দেশিও মাছের উৎপাদন বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন এ বিষয়ে হ্যাচারি কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করা হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments