অপরাধ

মহেশপুরে ফসলের সাথে শত্রুতা!

ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুরে রোপণকৃত আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ৪৫ শতক জমির ধান গাছ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। এতে করে আনুমানিক ১ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক জামাল আলী ও সিরমান আলী দুই ভাই। ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দাবাড়িয়া ইউনিয়নের শংকরহুদা গ্রামে। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ধান ক্ষেত মরে হলুদ রং ধারণ করছে। জানা গেছে, ভুক্তভোগী কৃষক জার্মান আলী ও সিরমান আলী ৪৫ শতক জমিতে আমন ধান রোপণ করেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার তিতাস, সানা মোল্লা গত সোমবার রাতে ক্ষতিকর ঘাসমারা ঔষধ স্প্রে করে। এতে ধান গাছ গুলো বিবর্ণ হয়ে মরে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক জার্মান আলী ও সিরমান আলী জানায়, প্রতিপক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই শত্রুতার জেরে রাতের আধারে আমাদের ৪৫ শতক জমির ধান ক্ষেতে ঘাস মারা ঔষধ স্প্রে করে পুড়িয়ে দেয়। আমরা এর সঠিক বিচার চাই। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments