আইন-আদালত

ঝিনাইদহে অবৈধ ভাবে সার মজুদ রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা, ১২’শ বস্তা সার জব্দ

ঝিনাইদহ-
ঝিনাইদহে রাসায়নিক সারের অবৈধ মজুদ রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১২’শ বস্তা সার জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাটগোপালপুরে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদাণ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার সুমী। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, কিছু সাধু ব্যবসায়ী রাসায়নিক সারের অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টির চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুরে অভিযান চালানো হয়। সেসময় একটি গোডাউন থেকে ৮’শ বস্তা ও একটি দোকান থেকে ৪’শ বস্তা ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এ অপরাধে ব্যবসায়ী কৃষ্ণ গোপাল দত্তকে ১ লাখ ও কামরুল জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সার সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বিক্রির জন্য ডিলার ও সাব-ডিলারদের মাঝে সরবরাহ করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments