February 29, 2024
সারাদেশ

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্বেলন কক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শামীমা আক্তার জাহান, ফুলবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আফরুজুল হায়া, ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নুরে আলম আনন্দ, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নিরু সামসুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমসের মন্ডল, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মো.মানিক রতন, শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, ২৯বিজিবির নায়েক সুবেদার মামুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ হাসিনা ভুইয়া, মহিলা বিষয় কর্মকর্তা রিতা মন্ডল, মৎস্য কর্মকর্তা মোছাঃ মাজনুন্নাহার মায়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী স্বাস্থ্য পরিদর্শক জগদিশ চন্দ্র, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর সুপার ভাইজার মোঃ আরিফ, ফুলবাড়ী উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা। এ সময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় উপজেলা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments