সাহিত্য
" আগমণী বার্তা "_মল্লিকা দাশ রায়
আজকে তোমার সমাবর্তন আজকে তোমার সমাদর।
তোমায় জানাই নিমন্ত্রণ আজি তোমার যে আজ কদর।
অহংকার তাই পিছু ছাড়ে না পা ছুঁয় না তোমার আজ তাই ভূমি।
নিজের মনকে প্রশ্ন করে দেখো কে আসলে ভীষণ সৎ!
পারবে কি তোমার মনের কাছে জিততে সেখানে কি তুমি মহৎ?
মহত্ত্ব কখনও দেখিয়ে হয় না, মহৎ হতে লাগে নিষ্কলুষ মন।
জীবনে তাই কোনোদিন শান্তি আসবে না, শান্তি যে পরম ধন।
লোক ঠকিয়ে বৈষম্যতা দেখিয়ে আখেরে কি লাভ হবে শুনি!
শক্ত মাটিতে আঁচরাতে পারো না, তাই খুঁজে বেড়াও নরম খনি।
করো তুমি আরও আঘাত করো, আঘাতে আঘাতে করো ক্ষত বিক্ষত।
করতে করতে আঘাত নরমে, একদিন তুমিও হবে জানি বিস্মৃত।
সব হারাবে জেনে রেখো তুমি, মৃত্যুও মুখ ফেরাবে তোমা হতে।
এতোটা বিতশ্রদ্ধ তুমি হবে নিজেতে, অশ্রুও ঝরবে না আঁখি পাতে।
অভিশাপ দিলাম আজ মন থেকে আমার অবস্থা হোক তোমার।
দেখবো কতোটা সহ্য শক্তি তোমার, কতোটা ক্ষমতা অন্যকে ক্ষমার।
আজকে হয়তো বুঝবে না জানি, সাফল্যে যে ভাসিয়েছো গা।
সফলতা মানেই যোগ্যতা নয়, যোগ্যতাহীন সাফল্য আসলে এক ধরণের ঘাঁ।
ঘৃণা করি সেই সাফল্যকে যা নয় নিজের যোগ্যতায় অর্জিত।
আমার আমি অল্পেতে সন্তুষ্ট যোগ্যতার মাপকাঠিতে পূজিত।
লজ্জা কি তোমার নাই ওরে অহংকারী, কিসের দম্ভ তোমার শুনি!
দম্ভ তোমার চূর্ণ করবে সততার দূত, শুনছো কি তার বার্তা আগমণী!
Comments