সারাদেশ

কালীগঞ্জ পৌরসভায় ২ নম্বর ওয়ার্ডে পানিবন্দি কয়েকশত পরিবার

ঝিনাইদহ-
পাহাড়ি ঢল বা বন্যার পানি নয়,২ দিনের হালকা বর্ষনে পানিবন্দি হয়ে পড়েছে কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়ার কয়েকশত পরিবার। এতে করে শিক্ষা প্রতিষ্ঠান,রান্নাঘর,বসতঘর, ধর্মীয় প্রতিষ্ঠানেও পানিবন্দি হয়ে পড়েছে। যে কারণে রান্না খাওয়া দাওয়া ও থাকাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। থমকে গেছে জনজীবন। ঝুঁকিপূর্ন ভাবে চলাচল করছে যানবাহন। পানি নিস্কাসনে ব্যবস্থা’ সময় পার করতে দেখা গেছে অনেককে। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা ১ম শ্রেনীর পৌরসভায় হলেও ২ নং ওয়ার্ডের কলেজপাড়া, মাঠকালিবাড়ি, পূর্বকলেজপাড়া, মধ্যকলেজপাড়া এলাকাটিতে অল্প বর্ষনে পানিবন্দি হয়ে থাকে। ২২শত ভোটারের বসবাস এই ওয়ার্ডে থাকলেও নাগরিক সুযোগ সুবিধা থেকে অনেকটায় পিছিয়ে। ড্রেন ব্যবস্থা থাকলেও পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে ময়লা পানি ও আবর্জনায় বন্দি হয়ে থাকে সবসময় যে কারণে সাপের উপদ্রব বেড়ে গেছে। এলাকাবাসিরা বাসা বাড়ির পয়লা আবজনা ড্রেনের মধ্যে ফেলে রাখার কারণে পানি নিস্কাসন হতে পারে না। আবার কলেজপাড়াটি বেশ নিচু এলাকা যে কারণে পানি বের হতে পারে না। অনেকে বাবা বাড়ি করেছে নিচু করে ফলে পানি বের হওয়া কষ্টকর। অনেকে রান্না করে খাবার খেতে পারছে না, বিশেষ করে পুরাতন আমলের বাসাবাড়িতে বেশি পানি বন্দি হয়ে পড়েছে। দীর্ঘদিন ধোরে বর্ষা হলেই কলেজপাড়ার মানুষ পানিবন্ধি হয়ে যায়। অনেকের ঘরের মধ্যে পানি ঊঠেছে, তলিয়ে গেছে চলাচলের রাস্তা। ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন বলেন,সকাল থেকে কলেজ পাড়াতে ছিলাম। পানি বন্দি হয়ে পড়েছে অনেক পরিবার। বরাদ্দ না থাকার কারণে কাজ করতে পারছি না,মেয়র মহোদয় ঢাকাতে গিয়াছে কাজের জন্য।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments