আইন-আদালত

পীরগঞ্জে অপহৃত শিশু নাগেশ্বরী থেকে উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে অপহরনের ৩ ঘন্টার মধ্যে শিশু মেরাজুল (৪) কে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌরসভাস্থ ধনশালা গ্রামের ট্রাক ড্রাইভার মোস্তফার বাড়ী থেকে তার শিশু সন্তানকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে অপহরনের ৩ ঘন্টা পর কুড়িগ্রাম জেলার নাগেশ^রী বাজার থেকে শিশুটি উদ্ধার করা হয়। পুলিশ এ সময় অপহরনকারী ট্রাকের হেলপার রাজু মিয়া (২১) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ট্রাকের হেলপার রংপুর জেলার কাউনিয়া উপজেলার, চরঘোনাই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। পুলিশ জানায়- পীরগঞ্জ পৌরসভাস্থ ধনশালা গ্রামের ট্রাক ড্রাইভার মোস্তফা মিয়ার ট্রাকে গ্রেফতারকৃত রাজু হেলপার হিসেবে কাজ করতো। সাম্প্রতিক সময়ে হেলপার রাজুকে তার দায়িত্ব থেকে বাদ দেয়া হলে সে ড্রাইভার মোস্তফার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরিকল্পিত উপায়ে রাজু গত মঙ্গলবার সন্ধায় তার বাড়ীর আশ-পাশে এসে অবস্থান নেয়। এ সময় ড্রাইভার পরিবারের সাথে তার সাক্ষাতও হয়। এক পর্যায়ে সুযোগ বুঝে রাজু ড্রাইভারের ছেলে মেরাজুল (৪) কে অপহরন করে কুড়িগ্রাম জেলার নাগেশ^রী বাজারে নিয়ে যায়। এদিকে সন্ধ্যার পর থেকে শিশুটিকে না পেয়ে ড্রাইভার পরিবার অস্থির হয়ে ওঠে এবং পীরগঞ্জ থানা পুলিশের আশ্রয় নেয়। এরপর পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে রাত সাড়ে ১১ টায় উল্লেখিত স্থান থেকে নাগেশ^রী পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হয়েছে, মামলা নং- ১৬।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments