সাহিত্য

" আমার মাঝের অন্য আমি " _ মল্লিকা দাশ রায়


নিজেকে টুকরো টুকরো করে ভেঙেছি আমি বার বার।
প্রতিটি টুকরোতেই খুঁজে পেয়েছি আমি তোমাকেই বারংবার।
নিজের সাথে লড়াই করেছি আর তোমাকে খুঁজবো না বলে।
হেরে গেছি সেখানেও আমি আবার তোমাকেই খোঁজার ছলে।
যতোবার ভেবেছি নাহ এখানেই এর শেষ করবো আমি।
ততোবার পেয়েছি তোমারই হাতছানি আমাকে জিততে দাওনি তুমি।
জানি না কি আছে তোমার মাঝে অলৌকিক কোনো কি শক্তি!
খাটে না সেথায় আমার বিবেক আর মানে না কোনো যুক্তি।
ফিরাতে চেয়ে চুপ থেকেছি মনের ভিতর চুপকথাদের নিয়ে।
এক লহমায় উড়িয়েছো নিরবতা তোমার স্বভাব সিদ্ধতা দিয়ে।
কি বলবো একে মোহ, মায়া, ভালোলাগা নাকি ভালোবাসা?
নাকি নামকরণ করবো এর আমার জীবনের সর্বনাশা?
এই যে শোনো, তোমাকে নিয়ে আমি ভাবছি না আসলে কিছু।
আমার মাঝের অন্য আমিকে আমি ছাড়াতে পারছি না পিছু।
তুমি বলে যে সত্তা সে যে আমার মাঝেরই অন্য এক আমি।
সে যে ভীষণ অমূল্য ধন আর সে যে ভীষণ রকম দামী।
তাকে নিয়েই কাটাতে পারি আমার এই সব দিন রাত্রি।
আমি এখন অচেনা পথিক আর নতুন পথের এক যাত্রী।
সেই পথেতে অন্য আমি তুমি সত্তাতে দেবো ডুব।
ভাঙ্গবো গড়বো কষ্ট দেবো আবার ভালোবাসবোও খুব।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments