সারাদেশ
ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর সরফ উদ্দীন এসইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছেন মর্মে অভিযোগ করেন। পার্বতীপুর উপজেলার ডিগ্রী কলেজের অধ্যাপক ফয়জুর রহমান এর ভগ্নিপতিকে ইউসিবিএল ব্যাংকে চাকুরি নিয়ে দেওয়ার কথা বলে ৫লক্ষ টাকা নিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মর্মে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে উক্ত কলেজের অধ্যক্ষ মিথ্যা অভিযোগ তোলেন। ১৯৯৫ ইং সালে মোঃ আব্দুর রাজ্জাক রাজারামপুর সরফ উদ্দীন (এসইউ) উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর তিনি সেখানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। তিনি উক্ত বিদ্যালয়ের দায়িত্ব ভার পাওয়ার পর বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সমস্য সমাধান করে বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সময় একটি কুচক্রী মহল তার ভাবমূত্রী ক্ষুন্ন করার জন্য নানা রকম মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করার চেষ্ঠা করছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে অধ্যক্ষ ফয়জুর রহমান যে অভিযোগ করেছেন তার কোন সত্যতা নেই।এ বিষয়ে রাজারামপুর সরফ উদ্দীন (এসইউ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সাথে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে যারা এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন, তা সত্য নয়। আমাকে ও আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য কিছু লোক মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। এই ঘটনার সাথে আমি কোন ভাবে জড়িত নয়। অপর দিকে ফয়জুর রহমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।
Comments