December 03, 2023
বিশ্বযোগ

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রে কলোরাডোতে মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই মারা গেছেন।নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির ওপরে দুই বিমানের সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর একটি খোলা মাঠে আছড়ে পড়ে বিমান দুটি।
বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ৮.৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২, অন্যটি সোনেক্স জেনোস।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায়। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments