আইন-আদালত

হরিনাকুন্ডুর সেই হাসান মেহেদী তিন দিনের রিমান্ডে

ঝিনাইদহ-
ফেসবুকে রাসুল পাক (সাঃ) সম্পর্কে বিরুপ মন্তব্য করে গ্রেফতার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নারানকান্দি গ্রামের হাসান মেহেদীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঝিনাইদহের একটি আদালত। মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু আমলী আদালতে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল। বিজ্ঞ আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মেহেদী হাসান নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। হাসান মেহেদী একজন ব্লগার বলে এলাকাবাসি জানায়। এক সময় হাসান মেহেদী শিবির কর্মী ছিল বলে জানিয়েছেন তার সহপাঠিরা। গত ১৭ সেপ্টেম্বর সাইদুর রহমান নামের এক যুবকের ফেসবুক পোস্টে মহানবী (সাঃ) কে অবমাননা করে বিরুপ মন্তব্য করলে হরিণাকুন্ডু এলাকায় প্রতিবাদের ঝড় ওঠে। মুহুর্তেই তার সেই মন্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়। নবী প্রেমিকরা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনের ডাক দিলে পুলিশ ৭২ ঘন্টার মধ্যে কুলাঙ্গার হাসান মেহেদীকে গ্রেফতারের আশ^াস দেন। দুই ঘটনার মধ্যে পুলিশ ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। এই ঘটনায় হরিণাকুন্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান মামলা করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments