সারাদেশ

গাবতলীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন’কে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসানা আকতার, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রায়, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুর সবুর পিন্টু, অবসরপ্রাপ্ত শিক্ষক খগেন্দ্র নাথ সরকার প্রমূখ। সমাবেশ শেষে একইস্থানে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে গাবতলী ইউএনও রওনক জাহানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা আকতার, আনসার-ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার ও ব্যবস্থাপক অ.ন.ম আহসান হাবিব রাসেল, ইউপি চেয়ারম্যান আব্দুল রশিদ মোল্লা, আলমগীর হোসেন, আব্দুল মজিদ মন্ডল, ইউনুছ আলী, শহীদুল ইসলাম বাবু, মজিবুর রহমান আলতাফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না প্রমূখ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments