আইন-আদালত

খালেদা জিয়ার সাজার স্থগিতের মেয়াদ বাড়লো

জিয়া চ্যারিট্যাবেল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বুধবার সকালে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
এরপর দুপুরে এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি, জামিন দেয় আদালত। যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দুই-আড়াই বছর আগে উনার (খালেদা জিয়া) জন্য পারিবারিকভাবে একটা আবেদন করা হয়। সেটা কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে এটা আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল। এটা কিন্তু জামিন না।
তিনি আরো বলেন, উনারা (খালেদা জিয়ার পরিবার) আরেকটা আবেদন করেছেন, এক্সটেনশনের (মুক্তির মেয়াদ বাড়ানোর) জন্য। সেই আবেদন আমার কাছে আসছে। আমরা মতামত পাঠিয়ে দেবো।
উল্লেখ্য, এ পর্যন্ত চারবার ৬ মাস করে সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। চলতি মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments