আইন-আদালত

শৈলকুপায় নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের হানা, জরিমানা মালামাল বিনষ্ট

ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপায় একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার মধ্যরাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে মো. আলমগীর হুসাইনের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় ওষধ তৈরির মেশিন, ভেজাল কাঁচামাল ও ফয়েল প্যাকেট জব্দ করা হয়। শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বনি আমিন জানান, অভিযুক্ত আলমগীর দীর্ঘদিন ধরে রোবেক্স ফার্মার জাইমো প্লাস ওষধটি ভেজাল ভাবে উপাদান করে বাজারজাত করে আসছিল। অভিযুক্তের বাড়িতে ওষধ তৈরির মেশিন, ভেজাল কাঁচামাল ও ফয়েল প্যাকেট পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় নেওয়ায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ আইনবলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল বিনষ্ট করা হয়। এসময় শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মামুন খান উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলায় এমন বহু কারখানা থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়না বলে অভিযোগ উঠেছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments