February 29, 2024
রাজনীতি

পীরগঞ্জে কৃষক সমিতির মিছিল ও পথ সভা।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলা কৃষক সমিতি বিক্ষোভ মিছিল করেছে। তেল ,গ্যাস, সার, পানি ও বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির' প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা নানা ধরনের শ্লোগানসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিন শেষে স্থানীয় ক.ন.ব মোড়ে পথসভা করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন। রংপুর জেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক কাফি সরকার, উপজেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি কামরুজ্জামান, উপজেলা সিপিবি নেতা হালিমুজ্জামান, পীরগঞ্জ উপজেলা কৃষক সমিতির সভাপতি কাজী রশিদুল ইসলাম রেলা প্রমুখ।

পথ সভায় বক্তারা বলেন,  সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। চলমান করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের আয় এমনিতেই অনেক কমে গেছে। এর ওপর সরকারের ব্যর্থতায় দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে। বক্তাগন কৃষক সমিতির  নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments